‘যদি বাঁচতে চান তাহলে সংলাপে বসুন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সংলাপের দাবি জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, ‘দেশে সংকট তৈরি হয়ে গেছে। যদি বাঁচতে চান, তাহলে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসুন।’

জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মঙ্গলবার দুপুরে তিনি এ সব কথা বলেন। শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সংলাপের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহের দাবি জানিয়ে শওকত মাহমুদ বলেন, ‘সাংবাদিকদের পক্ষ থেকে আমরা ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্টের মাধ্যমে খালেদা জিয়ার কাছে খাবার পাঠানোর দাবি জানাচ্ছি।’

সাদেক হোসেন খোকা ও মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার টেপ বাজিয়ে শোনানো হচ্ছে এখন। একদিন এ গোয়েন্দা সংস্থা-ই আপনাদের আগুনে পুড়িয়ে মারা আর ক্রসফায়ারের নির্দেশের টেপ প্রদান করবে।’

শওকত মাহমুদ বলেন, “দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদুকের মামলা দেওয়া হলো। কারণ তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন যে, ‘সততায় আমার সঙ্গে পারবেন না।’ তিনি গণজাগরণ মঞ্চের তথাকথিত অপসংস্কৃতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন।”

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোন নিউজ দেওয়া যাবে আর দেওয়া যাবে না তা ঠিক করা হচ্ছে। আজ গণমাধ্যম মালিকরা ভয়ে কম্পমান যে, যদি তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।’

বেশ কয়েকটি গণমাধ্যম সরকারের দলদাস হিসেবে কাজ করছে বলেও এ সময় শওকত মাহমুদ মন্তব্য করেন।

প্রতিবাদ সমাবেশে বিএফইউজে ও ডিইউজের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই