’যদি’র কথা নদীতে ফেলে দেন
২০১৬ সালের মধ্যেই বাংলাদেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে দেয়া এমন বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘যদির কথা নদীতে ফেলে দেন।’
বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
ইতালির নাগরিক হত্যার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ দাবি করে নাসিম বলেন, ‘এতে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন ম্লান হবে না।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। উন্নত বিশ্বেও এ ধরনের ঘটনা ঘটে থাকে। আপনাদের পত্রিকাতেও ছাপা হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো। আমরা বিষয়টি তদন্ত করছি। আশা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
৫ জানুয়ারির এক তরফা নির্বাচনের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। জনসম্পৃক্ত একটি নির্বাচনের মাধ্যমেই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের সম্মানকে হিমালয়ের মতো উঁচু জায়গায় নিয়ে গেছেন। তিনি বাংলাদেশে বনায়ন করেছেন। সারাবিশ্ব যখন জলবায়ু পরিবর্তনে কিছু করতে পারছে না, তখন তৃতীয় বিশ্বের একটি দেশের প্রধানমন্ত্রী এমন কাজ করছেন। নিজস্ব সম্পদে তিনি জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা করছেন।’
তিনি বলেন, ‘আমি ঢাকাসহ দেশবাসীকে আহ্বান জানাবো, আগামী ৩ তারিখ ধরিত্রী কন্যা শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে আপনারা রাজপথে নেমে আসুন। তাকে আন্তরিকভাবে সংবর্ধনা জানান।’
সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ, আবদুস সাত্তার, অ্যাডভোকেট আফজাল হোসেন, ড. আব্দুর রাজ্জাক, অসীম কুমার উকিল, নগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ প্রমুখ।
মন্তব্য চালু নেই