‘যত দিন বিয়ে না করছি ততদিন একা আমি’

গুঞ্জন আছে, ছাড়াছাড়ি হয়ে গেছে ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের মধ্যে। ব্যাপারটি নিয়ে আকারে-ইঙ্গিতে অল্প হলেও কিছু বলেছেন রণবীর। তবে মুখে কুলূপ এঁটে রেখেছিলেন ক্যাট। তবে অবশেষে তিনিও নিরবতা ভাঙলেন।
বললেন, ‘যত দিন বিয়ে না করছি ততদিন একা আমি।’
বলিউড সুন্দরীর সাফ কথা, অতীতে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি তিনি। এখনো এ নিয়ে মন্তব্য করতে চান না।
তার মতে, ব্যক্তিগত জীবন নিয়ে টেলিভিশন চ্যানেলগুলি নিউজ করুক আর এতে তাদের টিআরপি বাড়ুক তা তিনি চান না।
ক্যাটের দাবি, ‘যাকে (রণবীর) জড়িয়ে এত কথা সেও কিছু বলছে না, তো সংবাদমাধ্যমের এতো আগ্রহের কারণ কি?’
রাগত ক্যাটরিনার অভিযোগ, ‘মিডিয়ার একটা অংশ সবসময় আমার ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনকে মিশিয়ে ব্যবসা করে যাচ্ছে, এটা উচিত নয়।’

































মন্তব্য চালু নেই