যতো দ্রুত সম্ভব কামারুজ্জামানের ফাঁসি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় যতোদ্রুত সম্ভব কার্যাকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য কামারুজ্জামান দুই-এক ঘণ্টা সময় পাবেন। আমার জানা মতে কারা কর্তৃপক্ষ তার আত্মীয়-স্বজনকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এখন তার বেলায় যেহেতু জেল কোডের বিধান প্রযোজ্য নয়, তাই যতোদ্রুত সম্ভব তার রায় কার্যকর করা হবে।’

কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ায় সন্তোষ প্রকাশন করেছেন মন্ত্রী আনিসুল হক।

কামারজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সোমবার সকাল ৯ টা ৫ মিনিটে প্রধান নিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরপরই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সরকার চাইলে যেকোনো সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।’

প্রাণভিক্ষার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রিভিউ আবেদনের রায় ঘোষণার পর কামারুজ্জামান কত দিনে প্রাণভিক্ষা চাইবেন বা কখন চাইবেন সে বিষয়ে আইনের কোনো স্পষ্ট বিধান নেই। তবে জেল কর্তৃপক্ষ তাকে রায়ের বিষয়ে জানাবে। তবে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে দু’টি বিষয় এখনো বাকি রয়েছে। তা হলো- রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া এবং তার পরিবারের সঙ্গে শেষ সাক্ষাৎ।’



মন্তব্য চালু নেই