যতদিন প্রয়োজন খালেদার নিরাপত্তা দেয়া হবে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যতদিন প্রয়োজন ততদিন নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাত ৮টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তাই তার নিরাপত্তার স্বার্থে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।’
মন্ত্রী বলেন, ‘খালেদা জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে পুনরায় অবরোধ দিয়ে দেশবাসীকে গভীর অন্ধকারের নিমজ্জিত করতে যাচ্ছেন। কিন্তু দেশের শান্তিপ্রিয় মানুষ তা মেনে নিতে পারে না।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়াটা ছিল খালেদা জিয়ার ঐতিহাসিক ভুল। এ ভুলের কারণেই তিনি ও তার দল আজ সংসদের বাইরে। তার এ ভুলের খেসারত জনগণ দেবে কেন? তিনি এখন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মানুষ হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘অবরোধের নামে দেশবাসীকে অবরোধ করে, সন্ত্রাসকে পুঁজি করে জনগণের মন জয় করা যায় না। এ প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করুন।’
তিনি বলেন, ‘আগামী ৯ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হবে। এর মধ্যে বিএনপি নেত্রীর তথাকথিত অবরোধ কর্মসূচি ধর্মপ্রাণ মুসলামানকে ব্যতিত করছে। এথেকে নতুন করে আবারো প্রমাণিত হলো, খালেদার ধর্মবিশ্বাস একেবারে ঠুনকু। ধর্মের অপব্যবহার করে যারা রাজনীতিকে কুলষিত করে, অবরোধ নামক কর্মসূচির মাধ্যমে তাদের নগ্ন সাম্প্রদায়িক রূপ উম্মোচিত হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে বারবার অবরোধ নাটক সাজিয়ে দেশবাসীকে অন্ধকারে নিমজ্জিত করেন।’
বিএনপির অবরোধ চলাকালে জনস্বার্থে ও জানমালের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান নেবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নাশকতাকে অবরোধ করবো, সহিংসতাকে প্রতিরোধ করবো, উগ্রবাদকে প্রতিহত করবো। ককটেল ও বোমাবাজ সন্ত্রাসীদের রুখে দাঁড়াবো।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
মন্তব্য চালু নেই