ময়ূরীর ‘ডার্টি পিকচার’
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা ময়ূরী। নব্বই দশক থেকে এ পর্যন্ত তার অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তি প্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। ময়ূরী অভিনীত বেশ কিছু সিনেমার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এ অভিনেত্রী।
দীর্ঘ এ বিরতির পর ফের চলচ্চিত্রে হাজির হচ্ছেন তিনি। তবে এবার অভিনয় নয় সিনেমা নির্মাণ করবেন এ অভিনেত্রী। তবে সিনেমাটি হবে বলিউডের হুবহু ডার্টি পিকচার এর মতো। এর মাধ্যমে বদমানুষ গুলোর মুখোশ তুলে ধরতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
দীর্ঘ বিরতির সময় সার্কাসের কাজ করেছেন এ অভিনেত্রী। এখন দেশে ও দেশের বাইরে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন ময়ূরী।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র মৃত্যুর মুখে এবং সর্বশেষ মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র বাংলার ভাই। সোহানুর রহমান সোহান, কাজী হায়াৎ, গাজী মাজহারুল আনোয়ার, মনতাজুর রহমান আকবর, এনায়েত করিম, রাজু চৌধুরী, মনোয়ার খোকনসহ অসংখ্য পরিচালকের সঙ্গে কাজ করেছেন ময়ূরী।
মন্তব্য চালু নেই