ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৮
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, অটোরিকশাটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসছিল। অপরদিকে ট্রাকটি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। ময়মনসিংহ সদরের গাছতলা নামক স্থানে পৌঁছালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আটজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।
মন্তব্য চালু নেই