ময়মনসিংহে খালে ৩ নবজাতকের লাশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনের খাল থেকে সোমবার সকালে তিন নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিল্পাচার্য জয়নুল আবেদীন ছাত্রাবাসের পাশের খালে সোমবার সকালে পথচারীরা তিন নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদের মধ্যে একজন ছেলে ও দুইজন কন্যাসন্তান বলে জানান তিনি।
ওসি ধারণা করছেন, গর্ভপাত ঘটিয়ে কে বা কারা লাশ তিনটি খালে ফেলে দিতে পারে।
মন্তব্য চালু নেই