মৎস অহরনের জন্য….
পদ্মা নদীতে পানি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আর এই সুযোগে জেলেরাও বসে নেই তারা প্রতিদিন মৎস অহরনের জন্য অনেক দূর দূরান্ত থেকে দোহারী সংগ্রহ করে নদীতে নিয়ে যাচ্ছে পানিতে পাতার জন্য যদিও বা আগের মতো মাছের দেখা পাচ্ছে না নদীতে তার পড়েও অনেক আশা বুকে নিয়ে তাদের এই পথ চলা। ছবিটি বধুবার দুপুরে ফরিদপুর শহরের পুরাতন বাসষ্টান্ড থেকে তুলেছেন আওয়ার নিউজ বিডি’র ফরিদপুর ব্যুরো প্রধান সঞ্জিব দাস।
মন্তব্য চালু নেই