ম্যারাডোনার কাছে ব্যক্তিত্বহীন মেসি

ইউরো ফুটবলকে সামনে রেখে প্যারিসে এক প্রদর্শনী ম্যাচে একত্রিত হয়েছিলেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি ম্যারাডোনা ও পেলে। প্রদর্শনী ম্যাচে এমন এক বোমা ফাটালেন ম্যারাডোনা যা ফুটবল বিশ্ব ভাবতেও পারেনি। বর্তমান ফুটবলের সেরা খেলোয়াড় মেসির ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী তারকা।

লিওনেল মেসির ফুটবল জাদুতে বরাবরই মুগ্ধ ম্যারাডোনা। কিন্তু উত্তরসূরির নেতৃত্বগুণ নিয়ে মোটেও সন্তুষ্ট নন দেশটির কিংবদন্তি ফুটবলার। মেসিকে নিয়ে পেলের এক প্রশ্নের উত্তরে ম্যারাডোনা বলেন, মেসি সত্যি খুব ভালো মানুষ, কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নেই। তার মধ্যে নেতৃত্বগুণের কমতি আছে।

গত দুই বছরে লক্ষ্যের খুব কাছে গিয়েও পারেননি এবারের কোপা আমেরিকা জিততে মরিয়া মেসি। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হারের পর গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় মেসির আর্জেন্টিনা।



মন্তব্য চালু নেই