ম্যাডোনার সঙ্গে গাইলেন টাইসন

বক্সিং দুনিয়ায় জীবন্ত কিংবদন্তী মাইক টাইসন। দুই হাতের জোরে বিশ্ব কাঁপিয়েছেন। এবার তিনি কণ্ঠের জোর দেখাতে পপ সম্রাজ্ঞী ম্যাডোনার নতুন মিউজিক অ্যালবাম ‘আইকনিক’ এ গান গেয়েছেন।

এ প্রসঙ্গে টাইসন বলেন, ‘গান গাওয়ার প্রেরণা পেয়েছি মূলত ইতালির একনায়কতন্ত্রের প্রতিষ্ঠাতা বেনিতো মুসোলিনির কাছ থেকে। যদিও আমি ইতালিয়ান নই, তারপরও টিভিতে তাকে দেখলে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকতাম। তার যাদুকরি ব্যক্তিত্বের কারণে হিটলারও পর্যন্ত মুসলিনিতে আসক্ত হয়েছিলেন। যদিও ইতিহাস বলে মুসোলিনি একজন ফ্যাসিস্ট। তারপরও তিনিই আমার গানের প্রেরণা।

মুষ্টিযোদ্ধা টাইসন আরও বলেন, ‘সংগীতে প্রথম রেকডিং এ যে রকম সাফল্য এলো, সংগীতে ক্যারিয়ার গড়ার কথা ভাবতে পারতাম। অনেকে প্রথমদিন স্টুডিওতে ঢুকে ঘাবড়ে যান, আমার কিন্তু সেরকম কিছুই হয়নি।’



মন্তব্য চালু নেই