ম্যাডোনার অ্যালবাম ফাঁসের দায়ে কারাদণ্ড
পপ তারকা ম্যাডোনার অ্যালবাম অনলাইনে ফাঁস করার দায়ে অ্যাডি লেডারম্যান নামের সাবেক আমেরিকান আইডলকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অ্যাডি আমেরিকান আইডলের ইসরাইলি সংস্করণের প্রতিযোগী ছিলেন।
বিষয়টি নিয়ে নিজের অপরাধ স্বীকার করলে ৩৯ বছর বয়সি লেডারম্যানকে ১৪ মাসের কারাদণ্ড সঙ্গে ৪ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়।
তেল আবিব আদালতের একজন মুখপাত্র বলেন, ‘যাদের এ বিষয়ে দক্ষতা রয়েছে তারাই এ ধরনের অপরাধ করে থাকে। এ সকল অপরাধীদের সঙ্গে কোনো আপোষ না করে যথাযথ শাস্তি প্রদান করা উচিৎ।’
গত ডিসেম্বরে ম্যাডোনার ‘রেবেল হার্ট’ অ্যালবাম মুক্তির আগেই ফাঁস হয়ে যায়। এর একমাস পর পুলিশ হ্যাকিং করে গান চুরি করে অ্যালবাম বিক্রি সন্দেহে লেডারম্যানকে গ্রেফতার করে।
আদালতের রায়ের প্রতিক্রিয়ায় ম্যাডোনা বলেন, ‘হ্যাকারকে গ্রেফতারের জন্য এফবিআই, ইসরাঈল পুলিশসহ অন্য যারা সাহায্য করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানায়। আমার ভক্তদের তারিফ না করলেই নয়। তারা অ্যালবাম ফাঁসের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন এবং এখনো করছেন। অন্যান্য সাধারণ নাগরিকের মতো আমারও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে।’
গত মার্চের ৬ তারিখে প্রকাশ পেয়েছিল ম্যাডোনার ‘রেবেল হার্ট’ অ্যালবামটি।
মন্তব্য চালু নেই