ম্যাচ চলছে হঠাৎই ম্যাচ ফেলে আম্পায়ারের ভোঁ দৌড় !

যদিও এটি কোনো গুরুত্বপূর্ণ তথ্য নয়। রীতিমত বেশ হাস্যকর ও মজার একটি ঘটনা। ক্রিকেট মাঠে মজার ঘটনার ইতিহাসে পাকিস্তানি আম্বায়ারের এ ঘটনায় হেসেছিলো গোটা গ্যালারির দর্শক ও ক্রিকেটাররা।

তবে কি কোনো কাণ্ডজ্ঞানহীন কোনো কাজ করেছিলেন তিনি? তা কিন্তু নয় যেটা করেছিলেন সেটা প্রকৃতির টানে। ১৯৯৬ সালে পাটনায় বিশ্বকাপ ক্রিকেটের একটি ম্যাচ হয়েছিল।

কেনিয়া ও জিম্বাবুয়ের মধ্যকার সেই ম্যাচে একটি মজার একটি ঘটনা ঘটেছিল। ম্যাচ চলছে হঠাৎই দেখা যায় পাকিস্তানি আম্পায়ার খিজির হায়াত মাঠ থেকে দৌঁড়ে পালাচ্ছেন!

বিষয়টি বোঝার জন্য দর্শকরা যখন ভাবনাশঙ্কুল, তখনই দেখা যায় নতুন টিভি আম্পায়ার ফরিদ মালিথ আরো বেশি তাড়াহুড়ো করে মাঠে প্রবেশ করছেন।

কাহিনী কী? কেন এই আম্পায়ার পরিবর্তন বা আম্পায়ারের ভোঁ দৌড়। পরে জানা যায় পেটের গণ্ডগোলের কারণে প্রকৃতির ডাকে সাড়া দিতে (বাথরুমে) খেলার মাঝপথেই দৌড় দিতে হয়েছিলো তার।



মন্তব্য চালু নেই