ম্যাক্সিম ম্যাগাজিনের প্রচ্ছদে মালাইকা আরোরার আলোচিত বিকিনি ফটোশুট (দেখুন ছবিতে)
বলিউডে আইটেম গার্ল হিসেবেই বেশী পরিচিত এই অভিনেত্রী। পর্দায় কখনোই তাকে প্রধান চরিত্রে দেখা না গেলেও আইটেম গানে আকর্ষণীয় উপস্থাপন তাকে সব সময়ই আলোচনায় নিয়ে আসে। কথা হচ্ছে বলিউডের লাস্যময়ী তারকা মালাইকা আরোরা খানকে নিয়ে। তবে এবার কোন সিনেমায় আইটেম গানে পারফর্ম করে নয় বরং যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ম্যাক্সিমের ইন্ডিয়ান সংস্করণে অক্টোবর মাসে প্রচ্ছদের জন্য ক্যামেরাবন্দী হয়ে টক অব দ্যা টাউনে পরিণত হন। এই ম্যাগাজিনের জন্য বেশ আবেদনময়ী লুকেই ক্যামেরায় ধরা দেন এই রূপসী তারকা।
ম্যাক্সিম ম্যাগাজিনের এই সংখ্যায় মালাইকা আরোরাকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা যায়। ছবিতে দেখুন নিঃসন্দেহেই এই অভিনেত্রীকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে।
দেখুন মাইলাকার আরও একটি আবেদনময়ী লুক।
কিছুতেই যেন চোখ ফেরানো যায় না।
কে বলবে এতো আকর্ষণীয় ফিগারের অধিকারিণী মালাইকা বাস্তব জীবনে দুই ছেলের জননী।
শুধু তাই নয় মালাইকা-আরবাজের দুই ছেলেই এখন যুবক।
সালমানের সৎ মার ছেলে আরবাজের স্ত্রী হলেও সালমানের সাথে মালাইকার বোঝাপড়াটা কিন্তু দারুণ।
বিভিন্ন সময় আইটেম গানে সালমানের সাথে পর্দা ভাগ করে নিতে দেখা গিয়েছে মালাইকাকে।
মন্তব্য চালু নেই