মৌলভীবাজেরর শ্রীমঙ্গলে যুবকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার
সৌরভ আদিত্য শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে এক চা শ্রমিক যুবকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা(জি,আর,পি) পুলিশ। মৃত ব্যক্তির নাম গোজারী রবিদাস, পিতা-হরি রবিদাস,বলে এস,আই হারুন অর রশিদ জানান।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল আনুমানিক ১১.৪০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ জানান, সকালে ভাড়াউড়া এলাকার লালটিলা সংল্গন রেললাইনে গোজারী রবি দাসের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে এস,আই ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ভোরে কোনো এক সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে মনে করেন।
মন্তব্য চালু নেই