মৌলভীবাজার শ্রীমঙ্গলে জঙ্গিবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে : দেশব্যাপী জঙ্গি-সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত জঙ্গিবিরোধী মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেছেন, দেশের সর্বত্র আজ অশান্তি-অস্থিরতা, উৎকন্ঠা। গুলশান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা একের পর অতর্কিত হামলা চালিয়ে নিরীহ মানুষ খুন করছে। জঙ্গিদের তৎপরতা থেমে নেই। যারা এসব কার্যক্রমের সাথে জড়িত তারা ইসলাম, মুসলমান ও বিশ্বমানবতার শত্রু। যেভাবেই হোক জঙ্গিদের রুখতে হবে। জঙ্গি ও সন্ত্রাসীরা কোন ধর্মের বা দলের নয়। তারা ধর্ম, জাতি ও মানবতার শত্রু। অতর্কিত সন্ত্রাসী ও জঙ্গি হামলা চালিয়ে মানুষ খুন করা কোন ধর্মই সমর্থন করে না। কতিপয় ইসলামবিদ্ধেষী চক্র পরিকল্পিতভাবে ইসলাম ও সন্ত্রাসবাদকে একাকার করে মুসলমানদের কলঙ্কিত করতে চায়। যারা এগুলো করছে তারা দেশ ও জাতির শত্রু, তার আরো বলেন, ধর্মের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ধর্ম, জাতি ও মানবতার শত্রু। তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল ও আতঙ্কগ্রস্ত করে রেখে পার্থিব সম্পদ অর্জন, ক্ষমতা দখল ও আধিপত্য প্রতিষ্ঠা করা। ধর্মের নাম ব্যবহার করে যারা দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ হতে হবে। এদের চিহ্নিত করে দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের মাধ্যমে কঠোর হস্তে দমন করার আহব্বান জানান।
সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সনাকের সাবেক সভাপতি সাইয়্যিদ মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হরিপদ রায়, সাবেক পৌর চেয়ারম্যান এম এ রহিম, দৈনিক খোলা চিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন ফয়েজ, অবসরপ্রাপ্ত শিক্ষিকা প্রভাষিনি সিনহা, শ্রীমঙ্গল পৌর বিএনপির নেতা মোছাব্বির আলী মুন্না, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, শ্রীমঙ্গল পূজা উদযাপন কমিটির সম্পাদক সুশীল শীল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য্য, তাজপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অভিনাশ আচার্য্য, সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক এহসান বিন মুজাহির প্রমুখ।



মন্তব্য চালু নেই