মৌলভীবাজারে ১২টি ইউনিয়নে ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৬টি তে স্বতন্ত্র প্রার্থী, ৪টি তে আওয়ামীলীগ, ২টি তে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র ৬ প্রার্থী হলেন মনুমুখ ইউনিয়নে আব্দুল হক সেফুল, আখাইলকুড়া ইউনিয়নে সেলিম আহমদ, চাঁদনীঘাট ইউনিয়নে আখলাই মিয়া, কনকপুর ইউনিয়নে রেজাউর রহমান চৌধুরী, নাজিরাবাদ ইউনিয়নে সৈয়দ এনামুল হক রাজা, মোস্তফাপুর ইউনিয়নে মো. তাজুল ইসলাম তাজ।
আওয়ামীলীগের বিজয়ীও প্রার্থীরা হলেন খলিলপুর ইউনিয়নে পোদ্দার বাচ্চু, আপার কাগাপলা ইউনিয়িনে মো. আজির উদ্দিন, একাটুনা ইউনিয়নে আবু সুফিয়ান এবং গিয়াসনগরে গোলাম মোস্তফা।
বিনপি সমর্থিত বিজয়ীরা হলেন কামালপুর ইউনিয়নে ফয়সল আহমদ এবং আমতৈল ইউনিয়িনে রানা খান শাহিন।
মন্তব্য চালু নেই