মৌলভীবাজারে স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে হত্যা
সদর উপজেলায় রোজিনা বেগম (২৯) নামে এক নারীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কুয়েত প্রবাসী হেলাল মিয়ার (৪০) এর বিরুদ্ধে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। রোজিনার ভাই কামরুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে শাশুড়ি ও ননদের সঙ্গে মনোমালিন্য চলছিল রোজিনার। রবিবার রাতে তার স্বামী ও পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলাটিপে হত্যা করে।
মৌলভীবাজার মডেল থানার এসআই পরিমল জানান, রোজিনার গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার স্বামী হেলাল মিয়াকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রোজিনার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই