মৌলভীবাজারে রাফেয়া আবেদীনের জন্মদিনে বৃক্ষ রোপণ

মৌলভীবাজার প্রতিনিধি : নগর সৌন্দর্যবিদ,উদ্যেক্তা ও বাংলাদেশের একমাত্র নারী ল্যান্ডস্ক্যাপ ডিজাইনার রাফেয়া আবেদীনের জন্মদিন পালিত হয়েছে মৌলভীবাজারে। ২৯ আগষ্ট সোমবার দুপুর ১ ঘটিকায় শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষ রোপণ কর্মসূচীর মাধ্যমে বরেণ্য এ নৈসর্গিক নগর সৌন্দর্যবিদের জন্মদিন পালন করা হয়।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জবফঃরসবংনফ২৪ এর আয়োজনে পোর্টালের এডমিন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষ রোপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক,সবুজকুঁড়ি আসরের সভাপতি সৈয়দ তফাজ্জল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার জোনের উপ-সহকারী প্রকৌশলী নিবারন চন্দ্র দেব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলার সমন্নয়ক নাট্যকার আ,স,ম সালেহ সোহেল,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মশাহিদ আহমদ,মিলিনিয়াম টিভি’র জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খান ও সাংবাদিক স,ই সরকার জবলু প্রমুখ।

বক্তারা জন্মদিনে রাফেয়া আবেদীনকে শুভে”্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে দেশ সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।



মন্তব্য চালু নেই