মৌলভীবাজারে রাজন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজনের হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবীতে বৃহস্পতিবার(১৬জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্ত্বরে ঐক্যবন্ধ নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

ঐক্যবন্ধ নাগরিক ফোরামের সহ সভাপতি সৈয়দ মুর্শেদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ওলামালীগের সভাপতি মাওলানা শাহ্ মুহিবুর রহমান জালালী, ঐক্যবন্ধ নাগরিক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মুকিত, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন উৎপল সিং,গোলাম হোসেন, প্রমুখ।

এসময় বক্তারা বলেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য অবিলম্বে রাজন হত্যার সাথে জড়িতদের ফাঁসির দিতে হবে।



মন্তব্য চালু নেই