মৌলভীবাজারে ভূয়া সাংবাদিকসহ মাদক ব্যবসায়ী আটক
জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পীরের বাজার রোডস্থ শশ্মাসঘাট এলাকায় আভিযান চালিয়ে ভূয়া সাংবাদিকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ । আটককৃতরা হলেন শমশেরনগর বাজার ব্যবসায়ী কনা মিয়ার ছেলে আব্দুল আহাদ ফানু ও শমশেরনগর বিমান বন্দর রোডস্থ ফার্নিচার ব্যবসায়ী ক্বারী নুর মিয়ার ছেলে হুমায়ন আহমদ ।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের মাধ্যমে শশ্মানঘাট এলাকা থেকে ভারতীয় ৫ বোতল কোরেক্রসহ তাদের আটক করা হয় এবং আটককৃত ব্যাক্তিরা মোটর সাইকেলের সামনে সামনে সাংবাদিক লিখে দীঘদির্ন যাবত পীরেরবাজার, নছিরগঞ্জ, শরীফপুর,চাতলাপুর ইটারঘাট,তিলকপুর,কানিহাটি চা বাগান ও মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় মাদক পাচার করছে বলে জানা যায় ।
আটকের সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই.মতিউর রহমান জানান ,মাদক নিয়ন্ত্রন আইনে তাদের বিরোদ্ধে মামলা হবে।
মন্তব্য চালু নেই