মৌলভীবাজারে প্রতারণার দায়ে মেডিকেল কলেজ ব্যবস্থাপকের জেল ও জরিমানা
মাহমুদ এইচ খান, মৌলভীবাজার : মৌলভীবাজারে মেডিকেল কলেজের বোর্ড অব ডাইরেক্টর করা হয়েছে মর্মে ভূয়া কাগজপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইম্পিরিয়েল মেডিকেল কলেজের সাবেক ম্যানেজিং ডাইরেক্টও পলাতক ইলিয়াছের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৮ লাখ টাকা অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল ইসলাম।
বৃটেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া সিআইপি’র দায়েরী (সিআর- ৫৭/১৪ (সদর) ও দায়রা- ২৫৯/২০১৪ইং)নং মামলার রায়ে (negotiable instruments act) এর ১৯৮১ ও ১৩৮ ধারার বিধান মতে দোষী সাব্যস্থক্রমে ইম্পিরিয়েল মেডিকেল কলেজের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর হাজী ইলিয়াছকে এ দন্ডের আদেশ প্রদান করেন। রায়ে বলা হয়- অর্থদন্ডের ৭৮ লাখ টাকার মধ্যে ৭৭ লাখ ৫০ হাজার টাকা মামলার বাদী প্রাপ্ত হবেন। আসামী ইলিয়াছ গ্রেফতার হবার অথবা আত্মসমর্পন করার তারিখ হতে উক্ত রায় কার্যকর হবে। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি ভূবনেশ্বর পুরকায়স্থ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুল মোহাইমিন চৌধুরী।
মন্তব্য চালু নেই