মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানায় অভিযান চলছে
মৌলভীবাজার পৌরসভায় বড়হাট ও ফতেহপুর এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস ( সোয়াট)। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে দুই গাড়িতে আসা সোয়াট টিমের সদস্যরা ওই আস্তানায় প্রবেশ করে।
ইদ্রিস আরো বলেন, ভেতরে সোয়াট ঢুকেছে। বাইরে র্যাব-পুলিশ অবস্থান করছে। এছাড়া অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা যানও রাখা হয়েছে।
এছাড়া সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফতেহপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
মঙ্গলবার ভোর থেকে মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল বুধবার সকালে গণমাধ্যমকে জানান, একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায়।
বড় এলাকার তিনতলা বাড়িতে দুপুরে বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বন্ধ করা হয়েছে। জঙ্গি আস্তানা ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মন্তব্য চালু নেই