মৌলভীবাজারে এক পলাতক নারী আসামি গ্রেফতার

জেলার শ্রীমঙ্গল শহরের রুপসপুর এলাকা থেকে সিআর মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি জহুরা বেগমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

৯ জুলাই বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জহুরা বেগম উপজেলার সদর ইউনিয়নের ভাড়াউরা গ্রামের ররুকন মিয়ার স্ত্রী।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, জহুরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের রুপসপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি জহুরাকে গ্রেফতার করা হয়। দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।



মন্তব্য চালু নেই