মোহাম্মদপুরে তাসকিনের রেস্টুরেন্ট

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, বর্তমান অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাবেক খেলোয়াড় নাফিস ইকবালের পর এবার রেস্টুরেন্ট ব্যবসা দিলেন পেসার তাসকিন আহমেদ। তরুণ বয়সেই ঢাকার মোহাম্মদপুর এলাকায় রেস্টুরেন্ট খুলে বসেছেন তিনি।

রেস্টুরেস্টটির নাম – ‘তাসকিন’স টেরিটরি’; যার বাংলা করলে দাঁড়ায় তাসকিনের রাজ্য। সাথেই আছে পুল খেলার ব্যবস্থা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তাসকিন রেস্টুরেন্টের খবর জানিয়ে বলেন, ‘সবাই তৈরি তো? আমরা খুব শীগ্রই আসছি অত্যাধুনিক পুল ও রেস্টুরেন্ট নিয়ে আমার মোহাম্মাদপুর এলাকায়। আরো অনেক অবাক করা কিছু রয়েছে, তাই অপেক্ষা ও দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে।’



মন্তব্য চালু নেই