মোস্তাফিজকে নিয়ে যা বললেন ভুবনেশ্বর
বারের আইপিএলে নিজের শুরুটা ভালো হয়নি টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। নিজের প্রথম ম্যাচে দল সানরাইজার্স হায়দরাবাদ ও তার ভক্তদের হতাশ করেছেন এ বামহাতি পেসার।
মোস্তাফিজের প্রথম ওভার থেকেই ১৯ রান তুলে নেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। নিজের দ্বিতীয় ওভারে মোস্তাফিজ দেন ১১ রান। আর তৃতীয় ওভারের প্রথম ৪ বলে ৪ রান দেন তিনি। তখন মুম্বাইয়ের জয়ের জন্য ওই ৪ রানই প্রয়োজন ছিল।
মোস্তাফিজ ২.৪ ওভারে ৩৪ রান দেন। কোনো উইকেটের দেখা পাননি।
অথচ আইপিএলে নিজের অভিষেকে আলোড়ন সৃষ্টি করেছিলেন মোস্তাফিজ। হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। দলের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
দলের তারকা এই বোলারের ওপর তাই আস্থা রাখছেন আরেক পেসার ভুবনেশ্বর কুমার।
ভুবনেশ্বর বলেন, এটা তার জন্য খারাপ দিন ছিল।
অবশ্য এদিন আরেক পেসার আশিস নেহারাও রান চেক দিতে ব্যর্থ হন। ৪ ওভারে নেহারা দেন ৪৬ রান। তাছাড়া বেন কাটিং ও দিপক হুদাও গড়ে ৯ করে রান দেন।
৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ভুবি।
ভুবির কথায়, আমরা নিশ্চিত যে মোস্তাফিজ ঘুরে দাঁড়াবে। গত আসরে সে আমাদের অন্যতম প্রধান বোলার ছিল। তাকে নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই।
মন্তব্য চালু নেই