‘মোস্ট ফলোড এশিয়ান ওম্যান’ তালিকার শীর্ষে দীপিকা-প্রিয়াঙ্কা

‘মোস্ট ফলোড এশিয়ান ওম্যান’ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার একজন গায়িকা-অভিনেত্রী।

‘মোস্ট ফলোড এশিয়ান ওম্যান’ বাছাই করা হয়েছে টুইটারে ফলোয়ারের জনপ্রিয়তা থেকে। ট্যইটারে ফলোয়ারের বিচারে হলিউড অভিনেত্রীদের এখনও টেক্কা না দেওয়া গেলেও বলিউড একেবারেই পিছিয়ে নেই। টুইটারে মোস্ট ফলোড এশিয়ান ওম্যান-এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দীপিকা পাডুকোনের ফলোয়ারের সংখ্যা ১২.৫ মিলিয়ন। তৃতীয় স্থানে থাকা প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়ন।

সেলিব্রেটিদের মধ্যে কে কতো বেশি জনপ্রিয় তা এখন স্যোশাল মিডিয়ায় তাদের ফলোয়ারের সংখ্যা থেকে আন্দাজ পাওয়া যায়। আর টুইটারে ফলোয়ারের বিচারেই মোস্ট ফলোড এশিয়ান ওম্যান তালিকায় দ্বিতীয় আর তৃতীয় হয়েছে দীপিকা আর প্রিয়াঙ্কা।



মন্তব্য চালু নেই