মোশাররফ ও তাহসানের ‘আজ শুভদিন’
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দক্ষ অভিনয় ও পর্দায় সাবলীল উপস্থিতির কারণে তার দর্শকপ্রিয়তাও তুঙ্গে। অপরদিকে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। তারও লাখ লাখ ভক্ত। এবার তারা ‘আজ শুভদিন’ নাটকে অভিনয় করেছেন।নাটকটির চিত্রনাট্য লিখেছেন মুহাম্মদ আবু রাজিন। আর রচনা ও পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ।
নাটকে মোশাররফ করিম, তাহসান ছাড়াও তন্বী চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। আসছে ঈদের চতুর্থ দিন রাত ৮টায় বাংলাভিশনে নাটকটি প্রচারিত হবে।
তন্বী সঙ্গীতশিল্পী তাহসানের অন্ধভক্ত। তাহসানকে নিয়ে তার উন্মাদনার শেষ নেই। তাহসানের অভিনয়, গান এমনকি পত্রপত্রিকায় ইন্টারভিউ সব কিছুতেই তন্বীর বাড়াবাড়ি। বিষয়টি সহজভাবে নিতে পারে না তন্বীর পাণিপ্রার্থী শামিম। সে ঈর্ষায় আপাদমস্তক জ্বলতে থাকে প্রতিটি মুহূর্ত। কিন্তু কিছুই বলতে পারে না। কারণ তন্বীর সাথে তার এমন কোনো সম্পর্ক না, যেখানে অধিকার খাটানো যায়। তন্বীকে হারানোর ভয় আর তাহসানের প্রতি প্রবল ঈর্ষা শামিমকে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। বাকিটা দেখতে হলে চোখ রাখতে টিভির পর্দায়।
মন্তব্য চালু নেই