রবিউল ইসলাম নবী সভাপতি, আতিয়ার সম্পাদক নির্বাচিত
মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
দহ্মিণ পশ্চিমাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের দ্বিবার্ষিক (২০১৫-১৬) নির্বাচন সোমবার সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে রবিউল ইসলাম নবী ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল লতিফ পেয়েছেন ২৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে আতিয়ার রহমান ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী আবু সেলিম রেজা ৩৮৭ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো: লাল্টু মন্ডল ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি কবির হোসেন পেয়েছেন ৩২১ ভোট। এছাড়াও সহসভাপতি ২টি পদে আনোয়ার হোসেন (৪৬১) ও আব্দুস সাত্তার(৩৯৬) ভোটে, সহসাধারণ সম্পাদক ২টি পদে রফিকুল ইসলাম (৫৪৭) ও সাইফুদ্দিন খালেদ পিকুল (৪৯৭) ভোটে, কোষাধহ্ম্য পদে মো: শাহাবুদ্দিন (৩৮৪),দপ্তর সম্পাদক পদে ওমর আলী(৩৫০) ভোটে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফজের আলী (৩৬১), প্রচার সম্পাদক পদে শাহজাহান আলী-২ (৩৩৭) ভোটে বিজয়ী হয়েছেন।এছাড়াও বিভাগীয় সদস্য পদে প্রশাসন,বাণিজ্য,নির্মাণ, মেডিক্যাল ও ভান্ডার আব্দুর রব (৩৮) ভোটে, হিসাব বিভাগে মিলন বিশ্বাস (২৯) ভোটে, ইক্ষু ও পরীক্ষামূলক খামার (ফার্ম) বিভাগে ৫টি পদে শরিফুল ইসলাম -৩ (১৯০), মহি উদ্দিন-২ (১৮৮), জে এম আতিউর রহমান (১৭১), মোহাম্মদ আলী-২ (১৬৯) এবং আব্দুল মান্নান (১৬৬) ভোটে, পরিবহন বিভাগে ২টি পদে জহুরম্নল ইসলাম (৮৯) ও শাহাব্ুিদ্দন (৫৫) ভোটে, রসায়ন বিভাগে ইসরাফিল হোসেন (৮৯) ও জামাল আহম্মেদ (৮৭) ভোটে, মিল হাউজ ও বিদ্যুৎ বিভাগে মো: রিয়াজ উদ্দিন (৫৪) ভোটে, ওয়ার্কমপ ও বয়লিং হাউজ বিভাগে আক্তারম্নজ্জামান (৫৭), বয়লার, টারবাইন ও পারয়ার হাউজ বিভাগে মেহেদী হাসান ফিরোজ (৩৭) ভোটে বিজয়ী হয়েছেন। রাত ১০টার দিকে ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মসিউর রহমান স্বপন বিজয়ীদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেন। এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহিন ভাবে ৯৭৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
মন্তব্য চালু নেই