মোবাইলে ৩টি জীবাণুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা! জেনে চমকে যাবেন
সম্প্রতি ভারতের পুনের বিজ্ঞানীরা এক গবেষণায় তিনটি নতুন প্রজাতির জীবাণুর সন্ধান পেয়েছেন মোবাইল ফোনে। যারা নিশ্চিন্তেই নিজেদের শ্রীবৃদ্ধি ঘটিয়ে চলেছে। আপনি হয়তো ঠিক জানেনও না কতটা নোংরা আমাদের মোবাইল সেট? গবেষকদের মতে শৌচাগারের বসার জায়গার থেকেও নোংরা হল আমাদের মোবাইল ফোন। সেই নোংরায় জন্ম নিচ্ছে মারণ ওষুধ প্রতিরোধী ব্যাক্টেরিয়াও।
ভারতের পুনের ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স (NCCS)-এর গবেষকরা সম্প্রতি এই মোবাইল ফোনেই তিনটি একদম নতুন প্রজাতির জীবাণুর সন্ধান পেয়েছেন। এর মধ্যে দুটি ব্যাক্টেরিয়া এবং একটি ফাংগাস বা ছত্রাক। অতীতে যে ব্যাক্টেরিয়া ও ছত্রাকের উল্লেখ কোন গবেষণাপত্রে নেই। আবিষ্কৃত নতুন দুটি ব্যাক্টেরিয়ার নাম দেওয়া হয়েছে Lysinbacillus telephonicus ও Microbacterium telephonicum এবং নতুন প্রজাতির ছত্রাকের নাম দেন Pyrenochaeta telephoni। বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা ২৭টি মোবাইল ফোনের স্ক্রিন থেকে ৫১৫টি বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়া পেয়েছেন। সেইসঙ্গে আরো ২৮ প্রজাতির ছত্রাক। অতএব, সাধু সাবধান!-এই সময়।
মন্তব্য চালু নেই