মোটোরোলার ফোনে পাওয়া যাচ্ছে ১৩,০০০ টাকা ছাড়!
মোটোরোলা এখন লেনোভো-অধিকৃত হলেও ভারতের স্মার্টফোনের বাজারে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড। কিন্তু এই ব্র্যান্ডের সব ফোনই যে মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যে তা অবশ্যই নয়, বিশেষ করে মোটো এক্স ফোর্স-এর মতো ফোন। এখনও পর্যন্ত মোটোরোলার সেরা হ্যান্ডসেটগুলির মধ্যে একটি হল এক্স ফোর্স যার দাম ৩৪,০০০ টাকা। সেই মহার্ঘ ফোনটির উপরেই পাওয়া যাচ্ছে ১৩,০০০ টাকা ছাড়।
‘অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল’-এর শেষদিনে এটাই সবচেয়ে বড় অফার। মোটো এক্স ফোর্স-এ রয়েছে ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ ও ৫ মেগাপিক্সেল সেলফি শ্যুটার, ৩ জিবি র্যাম, ২ গিগাহার্ৎজ স্ন্যাপড্রাগন ৮১০ অক্টা-কোর প্রসেসর ও কিউএইচডি ডিসপ্লে। সবচেয়ে বড় ইউএসপি হল এর শ্যাটারপ্রুফ ডিসপ্লে। তাই এই মুহূর্তে অ্যামাজন সেলের মূল আকর্ষণ এই ফোন।
তবে অ্যামাজনের এই বিশেষ সেলে আরও বেশ কয়েকটি স্মার্টফোনের উপর রয়েছে ১০০০ টাকা থেকে ২০০০ টাকা ছাড়। তালিকায় রয়েছে মোটো জি প্লাস, লেনোভো ফ্যাব ২ প্লাস, মোটো জি প্লে ইত্যাদি। তবে অফারগুলি অবশ্যই সীমিত সময়ের জন্য।
মন্তব্য চালু নেই