মোটা হওয়া ঠেকাতে যা করণীয়!

মোটা হওয়ায় সমস্যায় জেরবার গোটা দুনিয়া। আর সেই মোটা হওয়া ঠেকাতে বেরচ্ছে নিত্য-নতুন পন্থা। এবার এল গেম। অনিয়ন্ত্রিতভাবে যাতে খাওয়া দাওয়া না করেন এ ব্যাপারেই নাকি সতর্কবার্তা দেবে কম্পিউটার গেম।

খাওয়া দাওয়ায় কন্ট্রোল আনার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এই গেম। অস্বাস্থ্যকর খাবার দাবারের প্রতি ভালবাসা কমাতে নাকি সাহায্য করবে এই গেম। একটি অভাবও তৈরি করা হয়েছে যাতে কেউ যদি লোভে পড়ে উল্টো পাকলটা খাবার খেতে যান, তাহলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা হবে। এমনকি জিভে জল আনা গন্ধ পেলেও ফিরিয়ে আনবে বলে দাবি ওই গেমের নির্মাতা সংস্থার।

কে কেমন খাবার ভালবাসে তার উপর নির্ভর করে তৈরি হবে এই অ্যাপ। যাতে কেউ অফার করলেও অ্যাপ থেকে আসবে রিঅ্যাকশন। এবিষয়ে ট্রেনিং নিয়ে তবেই এই গেম ও অ্যাপ তৈরি করা হয়েছে। এই গেমে থাকবে দু’ধরেনর খাবার। একটি আপনার প্রিয় খাবার।

অন্যটি স্বাস্থ্যকর খাবার। আপনাকে বাছতে হবে যে কোনও একটি। যদি স্বাস্থ্যকর খাবার বাছেন তাহলে গেমের স্পিড বেড়ে যাবে। এই গেম প্রত্যেক দিন অন্তত আট মিনিট করে খেলতে বলা হচ্ছে। এর ফলে ফুড হ্যাবিটে পরিবর্তন আসবে বলে মনে করছেন গবেষকরা। সুত্র-কলকাতা



মন্তব্য চালু নেই