মোটা কয়েদীদের হাতে হাতকড়া ঢুকছে না, বিপাকে পুলিশ

মোটা কয়েদীদের নিয়ে বিপত্তিতে পড়েছে নিউজিল্যান্ডের পুলিশ। পুলিশ বলছে, তাদের শরীরের মাপে হাতকড়া না থাকায় তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমানে যেসব হাতকড়া আছে সেগুলো তাদের জন্যে খুব টাইট এবং হাতে পরাতে গেলে অসুবিধা হয়। নিউজিল্যান্ডের একটি সংবাদ ওয়েবসাইটকে উদ্ধৃত করে এই খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং। একারণে পুলিশ বড় আকারের হাতকড়া সংগ্রহের উদ্যোগ নিয়েছে। পুলিশ সার্জেন্ট গ্রাহাম গ্রাব বলেছেন, সন্দেহভাজন অনেক ব্যক্তি ও অপরাধী আছে যাদের হাতের কব্জি খুব মোটা। তাদেরকে ওসব ছোট ছোট হাতকড়া পরানো যায় না। তাই আমরা আরেকটু বড় হাতকড়ার খোঁজ করছি। তিনি বলেন, সেকারণে ওরকম মোটা হাতের সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে গেলেও পুলিশের অসুবিধা হয়। তবে এতে হালকা পাতলা ব্যক্তিদের ধরে রাখার ক্ষেত্রেও অসুবিধা হতে পারে। এসব বড় হাতকড়া পিছলে বেরিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে পারে তারা। তবে নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, বড় হাতকড়াগুলোকে ছোট করার ব্যবস্থা থাকতে পারে যাতে হালকা পাতলা কয়েদীদেরও পরানো যায়। এসব হাতকড়া ব্যবহারের জন্যে আলাদা করে কোনো প্রশিক্ষণও দিতে হবে না। হাতকড়া নিয়ে পুলিশের এই সমস্যার কথা এমন এক সময় প্রকাশিত হলো যখন সরকার বলছে, দেশটিতে মুটিয়ে যাওয়ার সমস্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। উন্নত দেশগুলোর মধ্যে এই বিচারে নিউজিল্যান্ডের অবস্থান তৃতীয়। প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রত্যেক তিনজনের একজন এই সমস্যায় ভুগছেন আর শিশুদের মধ্যে এই হার ১০ জনে একজন।



মন্তব্য চালু নেই