২০ টি মোটর সাইকেল আটক ॥ ২জনকে মামলা

মোটর সাইকেলের দেখা মিলছে না মিঠাপুকুরের রাস্তায়

রংপুরের মিঠাপুকুরে রাস্তায় দেখা মিলছেনা মোটর সাইকেল। লাইসেন্স বিহীন মোটর সাইকেল আটকের ঘোষণার পর এমন অবস্থা দেখা দিয়েছে। মিঠাপুকুর থানা পুলিশ ইতোমধ্যে ২০ টি মোটর সাইকেল আটক করেছেন। হেলমেট না থাকায় ২জন মোটর সাইকেল আরোহীর নামে মামলা হয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশ জানায়, লাইসেন্স বিহীন মোটরসাইকেল লাইসেন্স করার জন্য ইতোমধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছিল। উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকবার মাইকিং করে সচেতনতা মুলক বার্তা প্রচার করা হয়। শেষবারে গত বুধবার লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটক করার জন্য মাইকিংয়ের মাধ্যমে জরুরী বার্তা প্রচার করা হয়। মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করার জন্যও বলা হয়েছিল ওই বার্তায়।

বৃহস্পতিবার উপজেলা মিঠাপুকুর সদর, জায়গীর বাসস্ট্যান্ড, গড়ের মাথা ও শঠিবাড়ী বন্দরে লাইসেন্স বিহীন মোটর সাইকেল আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। এতে, ২০ টি লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে। হেলমেট ব্যবহার না করায় ২ জন মোটর সাইকেল আরোহীর নামে মামলা দায়ের করা হয়। এর কিছুক্ষণ পর থেকে রাস্তায় মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, লাইসেন্স বিহীন মোটর সাইকেল আটক অভিযান শুরু করা হয়েছে।



মন্তব্য চালু নেই