মোটরসাইকেল না দেয়ায় ঘরে আগুন, বাবা দগ্ধ

বাবা মোটরসাইকেল কিনে দেননি বলে পেট্রলের গ্যালন এনে ঘরে আগুন ধরিয়ে দিল কিশোর মুগ্ধ (১৭)। আর এ আগুনে পুড়ে হাসপাতালের বেডে কাঁতরাচ্ছেন বাবা এ টি এম রফিকুল ইসলাম পিন্টু। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ রফিকুল আলমের ভগ্নিপতি অর্থাৎ মুগ্ধর মামা আকরাম উদ্দিন আহমেদ জানান, সদ্য এসএসসি উত্তীর্ণ হওয়া মুগ্ধ তার বাবার কাছে একটি মোটরসাইকেল দাবি করে। কিন্তু বাবা তা দিতে অপারগতা জানালে ক্ষুব্ধ হয় মুগ্ধ। একপর্যায়ে সে ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে অবস্থান করা বাবার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

আহতাবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই