মোটরসাইকেলের ধাক্কায় আনসার কমান্ডার নিহত
ঝিনাইদহে মোটরসাইকলের ধাক্কায় এস এম জাহাঙ্গীর নামে এক আনসার প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল আটটার দিকে ঝিনাইদহ আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর সকালে হাঁটতে বের হন। সকাল আটটার দিকে আনসার ক্যাম্পের সামনে আসার পর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
ঝিনাইদাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই