মেয়ের লাথিতে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু
গাজীপুরের টঙ্গীর মিরাশপাড়া এলাকায় মেয়ের লাথিতে বাবা ফজলুল হকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনার পর মেয়ে ফারজানান ইয়াসমিন মুন্নিকে আটক করেছে পুলিশ।
নিহত ফজলুল হক মুক্তিযোদ্ধা ছিলেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পারিবারিক কলহের জেরে আজ সকাল ৯টার দিকে মুন্নি তার বাবা-মায়ের ওপর চড়াও হয়। তাদেরকে মারধর করতে থাকলে অসুস্থ বাবা এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মা রেহানা হক।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই