মেয়ের জন্য দোয়া চাইলেন সাকিব

সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে যুক্তরাষ্ট্রে ভূমিষ্ঠ হয় সাকিব-শিশির দম্পতির প্রথম সন্তান। রবিবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়া সাকিব দুবাইয়ে ট্রানজিটে থাকা অবস্থাতেই পেয়েছেন সুসংবাদ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যাসন্তানের জন্য সকলের দোয়া চাইলেন সাকিব। আর জানালেন রবিবার, ৮ই নভেম্বর জন্মগ্রহণ করেছে তাদের আদরের রাজকন্যা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব লিখেছেন,
‘সুন্দর এই রবিবারে, ৮ই নভেম্বর ২০১৫-এ আমি ও শিশির পরম করুনাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাঁদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালবাসায়।’
মন্তব্য চালু নেই