মেয়ের জন্যে ‘ঘরে থাকা’ গর্বিত মা হতে চাই

মা দিবসে একজন মায়ের অনুভূতি ব্যক্ত করলেন হলিউড তারকা মিলা কুনিস। মিলা ও অ্যাস্টন কুচারের ঘর আলো করে রেখেছে তাদের সাত মাসের কন্যা ইয়াট। তিনি জানান, ঘরে থাকা মা হিসেবে দায়িত্ব পালন করার মতো গর্বিত মা হতে চান তিনি।

‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ তারকা সোশাল মিডিয় ‘রেডিট’-এ জানান, তিনি একটি পরিবেশবান্ধব গাড়ি চান। এ ছাড়া যাবতীয় আবর্জনাকে উর্বর কম্পোস্টে রূপান্তরিত করতে চান। এতে করে পৃথিবীটা সন্তানদের জন্যে বাসযোগ্য হবে। ইউএস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

মিলার কাছের এক সূত্র জানায়, অ্যাস্টন কুচার রাতে তাদের মেয়ের দেখাশোনার জন্যে কয়েকজন নার্স এবং ন্যানি রেখেছেন। এদের সবার কাজ ইয়াটকে শুধু ভালোবাসা দেওয়া।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া



মন্তব্য চালু নেই