মেয়েরা প্রেমে পড়লে কি করে! দেখুন ভিডিওতে
অনেক মেয়েরাই আছে যারা মনে মনে পছন্দ করলেও প্রকাশ করে না। আর অন্যদিকে ছেলেরা তো ভেবে ভেবে অস্থির কি করলে মেয়েটি তাকে ভালোবাসবে, পছন্দ করবে। পছন্দের মানুষটি যখন আপনার প্রতি আকর্ষণবোধ করে তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় নিজেকে। খুব সহজেই কিছু লক্ষণ দেখে আপনি অনুভব করবেন যে সেই মানুষটি আপনার প্রতি মুগ্ধ হচ্ছে।
যে মেয়েটি আপনাকে পছন্দ করে তার কাছে আপনার চেয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আপনি যখন কথা বলতে আসেন তখন আপনার কথাকে বেশ মূল্যায়ন দিয়েই শুনছেন। তাহলে ভাববেন বিষয়টি সত্য, সে আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে।
আপনাকে যদি বলে ‘তোমাকে একজন পছন্দ করে’।
আপনাকে দেখে মিষ্টি হাসি দিলে। আপনার কাছাকাছি এসে কোনো কথা বললে অকারণে আপনাকে ফোন দিলে
অন্য মেয়ের দিকে আপনি তাকালে যদি ঈর্ষান্বিত হয়। মেয়েটি প্রেমে পড়লে আর কিকি করতে পারে দেখুন সরাসরি ভিডিওতে।
https://www.youtube.com/watch?t=261&v=uTpa7U7lTYM
মন্তব্য চালু নেই