মেয়েদের সাথে ছেলেদের প্রতারনার ৮ কারন !
সঙ্গীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করা ও বহুগামিতায় নিয়োজিত হতে বহু পুরুষকেই দেখা যায়। আর এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয় তুলে ধরছেন। যে বিষয়গুলো সাধারণ মানুষের ধারণা থেকে অনেকখানি দূরেই ছিল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার ও টাইমস অব ইন্ডিয়া।
সঙ্গীর সঙ্গে পুরুষের বিশ্বাস ভঙ্গ করার কারণ হিসেবে এক গবেষণায় যা উঠে এসেছে, তা সাধারণের ধারণা থেকে অনেকখানি দূরের বিষয়। আর এতে যৌনতা ও শারীরিক আকর্ষণের ভূমিকা অতি সামান্য বলেই জানাচ্ছেন গবেষকরা।
এ লেখায় তুলে ধরা হলো তার আটটি কারণ-
১. বিবাহিত জীবনে নানা ঝামেলা। সঙ্গীর সঙ্গে বিরুপ পরিস্থিতি ও মিলের অভাব। যা থেকে অন্য কোনো মানুষের দিকে ঝুঁকার প্রবণতা তৈরি হয়।
২. পারিবারিক জীবনে বিরক্তি ও বৈচিত্রের অভাব।
৩. বাড়তি যৌন চাহিদা।
৪. মানসিক ও আবেগগত অস্বাচ্ছন্দ্য।
৫. বহুগামিতাকে মানসিকভাবে স্বাভাবিক বিষয় মনে করা।
৬. অবিশ্বস্ত স্ত্রীর কারণে বহুগামিতায় উৎসাহ।
৭. স্ত্রীর কাছ থেকে ডিভোর্সের আশায় বিশ্বাস ভঙ্গ করা ও সে বিষয়ে প্রচার করা।
৮. নতুন কোনো উন্নত বা কার্যকর সম্পর্কে জড়ানোর আশায়।
মন্তব্য চালু নেই