মেয়েদের সফল নারী হিসেবে গড়ে তুলতে চাইলে যা করতে হবে

যুক্তরাজ্যের গবেষকরা বলেছেন, কিশোরী মেয়ে সন্তানদের জন্য বাবা-মায়েদের অতি উচ্চাশা পোষণ থেকেই তরুণী মেয়েরা সফল নারী হওয়ার জন্য বেড়ে উঠবে কিনা তা অনুমান করা যায়। বিশেষ করে বাবা-মায়েরা যদি তাদের কিশোরী মেয়েদের তাদের ওই প্রত্যাশার কথা বারবার তাদের স্মরণ করিয়ে দেন।

একটি বিশ্ববিদ্যালয় প্রেস রিলিজে বিষয়টিকে এভাবে তুলে ধরা হয় : “প্রতিটি সফল নারীর পেছনেই একজন বিরক্তকারী মা থাকেন? কিশোরী মেয়েরা সাফল্য লাভ করেন যদি তাদেরকে সামনে ঠেলে দেওয়ার মতো একজন মা থাকেন।”

বেশি ঘ্যানঘ্যান, কম ব্যর্থতা
এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখতে পেয়েছেন, যে মেয়েদের ‘প্রধান বাবা-মা’, বিশেষ করে তাদের মা তাদের কাছ থেকে অনবরত উচ্চ প্রত্যাশা প্রদর্শন করেন সে মেয়েদের এমন ফাঁদে পড়ার সম্ভাবনা কম যা তাদেরকে জীবনে ব্যর্থ করবে।

বিশেষকরে এই মেয়েরা :
১. কিশোরী বয়সে গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা কম
২. কলেজে যাওয়ার সম্ভাবনা বেশি
৩. কানাগলিতে বা স্বল্প মজুরির কর্মে আটকে থাকার সম্ভাবনা কম
৪. দীর্ঘদিন বেকার থাকার সম্ভাবনা কম

গবেষণায়, ১৩ এবং ১৪ বছর বয়সী ১৫ হাজার ব্রিটিশ বালিকার অভিজ্ঞতার ওপর ১০ বছর ধরে পর্যবেক্ষণ চালানো হয়।
সূত্র : আইএনসি ডটকম



মন্তব্য চালু নেই