মেয়েদের যে “শারীরিক” ব্যাপারগুলো দেখলে সব পুরুষই আকর্ষণ হারিয়ে ফেলেন!

নারী মাত্রই কি পুরুষকে আকর্ষণ করে? একদম নয়! আপনি নারী বলেই সব পুরুষ আপনার দিকে তাকাবে, এমনটা ভাবা একেবারেই ভুল। বরং মেয়েদের এমন কিছু শারীরিক ব্যাপার আছে, যেগুলো কোন পুরুষের চখে পড়লে তৎক্ষণাৎ তারা আকর্ষণ হারিয়ে ফেলেন মেয়েটির প্রতি। আমরা মানুষ, এইসব ছোটখাট ব্যাপার হতেই পারে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এগুলো উৎসাহ হারিয়ে ফেলার মত মারাত্মক সব ইস্যু। কেননা পুরুষের কাছে নারীর “লুক” অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তাই যখন কিনা আপনি ডেট করছেন কোন পুরুষের সাথে কিংবা জীবনসঙ্গীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ, তখন অবশ্যই এই বিষয়গুলো একেবারেই এড়িয়ে চলুন। চলুন, জেনে নিই সেই ১১টি শারীরিক বিষয় যা কোন নারীর মাঝে দেখলে সব পুরুষই আকর্ষণ ও আগ্রহ হারিয়ে ফেলেন!

১) নারীর অতিরিক্ত মেকআপ দেয়া পুরুষকে বিমুখ করে দেয়। বিশেষ করে মেকআপ দিয়ে নিজের গায়ের রঙ বদলে ফেলা বা বেশি ঝলমলে রঙের লিপস্টিক পুরুষেরা পছন্দ করেন না। এই মেকআপ করুন এমনভাবে যেন তিনি বুঝতেই না পারেন।

২) নোংরা ও অপরিচ্ছন হাত-পায়ের নখ পুরুষের ভীষণ অপছন্দ।

৩) এলোমেলো, না আঁচড়ানো, জট বাঁধা চুল কোন পুরুষই পছন্দ করেন না।

৪) যেসব মেয়েরা নিয়মিত গোসল করেন না, তাঁদের এই ব্যাপারটি বুঝতে পারলে দূরে সরে যান যে কোন পুরুষ।

৫) নিজে যতই বলুক না কেন, মেয়েদের মুখে নোংরা ভাষা বা অশ্লীল গালাগাল মোটেও শুনতে চান না পুরুষেরা। সাথে অশ্লীল দৈহিক ভঙ্গিও খুবই অপছন্দ করেন তারা।

৬) নারীর মাঝে পুরুষালি ভাবটাও পুরুষদের ভীষণ অপছন্দ।

৭) গলায় ও ঘাড়ে কালো দাগ একদমই পছন্দ করেন না পুরুষেরা।

৮) আপনি মোটা হোন বা চিকন, কালো হোন বা ফর্সা, পুরুষের কাছে এটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে দেখতে সুন্দর ও মার্জিত লাগছে কিনা। সুন্দর লাগলে মোটা, চিকন, কালো, ফর্সা কোন কিছুই ব্যাপার নয়।

৯) যদিও দেখার সময় স্বল্পবসনাদেরই দেখে থাকেন সকল পুরুষ, কিন্তু নিজের একান্ত নারীকে মোটেও স্বল্প পোশাকে দেখতে চান না তারা।

১০) মেয়েদের গায়ের বাজে গন্ধ পুরুষকে দূরে ঠেলে দেয়। ঘাম,সিগারেট ইত্যাদির গন্ধ নারীদের দেহে মোটেও পছন্দ করেন না পুরুষ।

১১) আপনার “আনহেলদি” চেহারা যে কোন পুরুষকে বিকর্ষণ করে। প্রাণহীন ও বাজে ত্বক, অতিরিক্ত রোগা হওয়া, চোখের নিচে কালো দাগ, গায়ে ময়লা, অপরিচ্ছন্ন জামা-কাপড় ইত্যাদি সবকিছুই বিকর্ষণ করে পুরুষকে।

১২) ময়লা দাঁত ও মুখে দুর্গন্ধকে ঘৃণা করেন পুরুষেরা।

১৩) নারীর শরীরে অতিরিক্ত ট্যাটু দেখতেও ভালোবাসেন না তারা। যত স্পর্শ কাতর স্থানে ট্যাটু, তত পুরুষের অপছন্দ হয় এই ভেবে যে অন্য কোন পুরুষ এই স্থানে স্পর্শ করেছেন।

১৪) মুখের বাড়তি লোম পুরুষের খুব অপছন্দ।

১৫) মেয়েদের কর্কশ গলার আওয়াজটাকে রীতিমত ভয় পান পুরুষেরা।

সূত্র-
12 Big Physical Turn Offs that Guys Always Notice!
লাভপ্যাঙ্কি ডট কম



মন্তব্য চালু নেই