মেয়েদের তুলনায় ছেলেদের মাথায় টাক বেশি পড়ে কেন?

ছেলেদের থেকে মেয়েদের মাথায় বেশি টাক পড়ে! অল্প বয়সেই বুড়ো দেখায় তাঁদের। এটা কখনও ভেবে দেখেছেন কি? কেন এমনটা হয়!

এর উত্তর লুকিয়ে আছে ক্রোমোজমে। টাক পড়া একটি sex influenced ঘটনা। যা বেশি দেখা যায় ছেলেদের মধ্যে। কারণটা হল অ্যান্ড্রোজেন এবং Y ক্রোমোজোম৷ অ্যান্ড্রোজেন হরমোন পুরুষের বংশগতি ও প্রজননে ভূমিকা রাখে ৷ আর মেয়েদের দেহে Y ক্রোমোজোম থাকেই না। তাই মেয়েদের থেকে বেশি ছেলেদের মধ্যেই টাক পড়ার প্রবণতা দেখা দেয়।

সুতরাং আপনি যতই মাথায় দামি তেল মাখুন আর চুলের চর্চা নিন, টাক পড়ার হাত থেকে কিন্তু নিস্তার নেই।



মন্তব্য চালু নেই