মেয়েদের চুল ছোট করা বিষয়ে ইসলাম যা বলছে

আজকালকার অনেক মেয়ে নিজেদের মাথার চুল কেটে ছোট করে। আবার অনেক মেয়ে কখনো কখনো বিউটি পার্লারে গিয়ে এমনভাবে ছোট করে দেখতে একেবারে পুরুষের মতো মনে হয়। মেয়েদের চুল কাটার এই বিষয়টিতে ইসলামের আলেমগণ মূলত ২টি হাদিসকে সামনে রেখে নিষিদ্ধ মনে করছেন।

১নং হাদিস: অমুসলিমদের অনুসরণ করা।
২নং হাদিস: ছেলেদের সাদৃশ্য ধারণ করা।

=> ১ম হাদিস : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে।” [আবূ দাউদ, ৪০৩১]

অমুসলিম নারীরা চুল ছোট রাখে। তাই তাদের অনুসরণ করা নিষিদ্ধ।

=> ২য় হাদিস : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওইসব নারীদের লা’নত করেন, যারা পুরুষের সাদৃশ্য গ্রহন করে এবং ওইসব পুরুষদের লা’নত করেন যারা নারীদের সাদৃশ্য গ্রহন করে। [বুখারী, ৭/২০৫]

ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও উল্কি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন। (সহীহ বুখারী ৫৯৩৭, ৫৯৪০, ৫৯৪২, ৫৯৪৭)



মন্তব্য চালু নেই