মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হাতুড়িপেটা করলো বখাটেরা
গোপালগঞ্জে মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হাতুড়ি পেটা করেছে দুই বখাটে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে। আহত মানিক কাজীকে (৩৫) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মানিকহার গ্রামের হেমায়েত কাজীর দুই ছেলে রুবেল কাজী (৩২) ও দোয়েল কাজী (২৯) দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের মোবাইলে ফোনে ছবি তুলে ও নানা ভাবে উত্ত্যক্ত করে আসছেন। হামলার শিকার মানিক কাজীর দুই মেয়ে ও ভাতিজিকেও তারা বেশ কিছুদিন ধরে স্কুলে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত করে আসছিল। এরা কাঠি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েদের আবারো উত্ত্যক্ত করেন বখাটে রুবেল ও দোয়েল। এ বিষয়টি পরে ছাত্রীরা তাদের বাবা-মাকে জানায়। পরে দুই বখাটেকে ডেকে ঘটনার প্রতিবাদ জানান মানিক কাজী।
এসময় বখাটেরা ক্ষিপ্ত হয়ে মানিক কাজীর ওপর হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই