মেয়েকে দিয়ে জোর করে পতিতাবৃত্তি! অবশেষে গ্রেফতার হলেন কলংকিত বাবা-মা
ভারতের কেরালা রাজ্যে নিজের মেয়েকে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে মা ও সৎ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ বছর বয়সী ওই মেয়েকে উদ্ধার করে একটি সরকারি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
মেয়েটি কাউন্সিলরদের জানান, তার পিতামাতা খদ্দেরদের সঙ্গে দেন-দরবার করে যৌনকর্মে বাধ্য করতো। ওই মা একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, মেয়ের জন্য একজন খদ্দেরের কাছে তিনি তিন হাজার রুপি দাম চেয়েছিলেন।
পুলিশ বলেছে, তারা ৪০ জনের মধ্যে ২৫ জন খদ্দেরকে সনাক্ত করেছে যারা কিশোরীটির সঙ্গে যৌনকর্ম করতে টাকা দিয়েছিল বলে ধারণা করা হয়। এ ঘটনার সঙ্গে যুক্ত থাকায় মেয়েটির মা-বাবা ছাড়াও একজন দালালসহ দশজনকে গ্রেফতার করা হয়েছে।
৩৭ বছর বয়সী ওই মায়ের মোট সাত সন্তান যাদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স ২৪ এবং ছোটটির বয়স চার বছর। তার স্বামী একজন গাড়িচালক হিসেবে কাজ করতেন এবং তিনি মেয়েটির ছবি দেখিয়ে খদ্দেরদের সঙ্গে দেন-দরবার করতেন বলে পুলিশ জানিয়েছে।
এই পরিবারটি কেরালার উত্তরে মালাপ্পুরাম জেলার কোট্টাকাল শহরের একটি ভাড়া বাসায় থাকতো। সূত্র: বিবিসি
মন্তব্য চালু নেই