মেয়েকে ছাড়াই নিউজিল্যান্ড গেলেন সাকিবের স্ত্রী শিশির
নিউজিল্যান্ডের নেপিয়ারে এসেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। স্থানীয় সময় বিকাল ৪টায় নেপিয়ারের হক’স বে এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করেছেন সাকিব।
তবে লাগেজ বিড়ম্বনায় কিছু সময় এদিক সেদিক ঘুরোঘুরি করতে হয়েছে শিশিরকে। এর ঘন্টা দুয়েক আগে টিমের সঙ্গে নেপিয়ারে পৌঁছান সাকিব আল হাসান। অবশ্য শিশিরের সঙ্গে নিউজিল্যান্ডে আসেননি সাকিব কন্যা আলাইনা আল হাসান।
মন্তব্য চালু নেই