মেয়েকে ওভেনে ঢুকিয়ে পোড়ালো মা!

মেয়েটির বয়স মাত্র দুই বছর। সারা দেহ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে তার। তবে কোনো দুর্ঘটনায় নয়। তারই গর্ভধারিণী মা তাকে চালু করা ওভেনে রেখেছিল বেশ কিছু সময়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের দ্য সামারভিল জেলায় এ ঘটনা ঘটেছে।

দ্য সামারভিল জেলা শেরিফের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার ৩৫ বছরের তাশা শনটেল হ্যাচারের বাড়ি থেকে দগ্ধ অবস্থায় তার দুই বছরের কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। এ সময় প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, শনটেল তাদের জানিয়েছিলেন, তিনি তার মেয়েকে ওভেনের ভেতরে রেখে দিয়েছেন। শনটেলের বিরুদ্ধে শিশুকে মারাত্মক আঘাতের অভিযোগ আনা হয়েছে।

টেক্সাসের শিশু সুরক্ষা সেবার মুখপাত্র মারিসা গনজালেস জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে শিশু সুরক্ষা কেন্দ্রে সোপর্দ করা হবে।



মন্তব্য চালু নেই