মেয়েই কাঁদালো ঐশ্বরিয়াকে !

ওইটুকুন একটা মেয়ে আরাধ্যা! তার ‘কার্যকলাপে’ চোখের পানি ধরে রাখতে পারলেন না বলি সুপারস্টার ঐশ্বরিয়া রায় বচ্চন! তবে কান্না আনন্দের, ভালোবাসার।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বেশ কদিন ধরেই অসুস্থ মা ঐশ্বরিয়া। এজন্য ওমাং কুমারের পরিচালিত ‘সর্বজিত’ ‘ছবিতে তার শ্যুটিং পিছিয়েছেন। সবমিলিয়ে বেশ কদিনের অসুস্থতায় নাজেহাল ঐশ্বরিয়া। ‍এ সময়ই মাকে চিয়ার-আপ করতে একটি ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড তৈরি করেছে আরাধ্যা। আর সেই কার্ড পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নায়িকা।

জ্বর আর গলার সংক্রমণে ভুগছিল আরাধ্যাও। সে কারণে কয়েকদিন স্কুলেও যেতে পারেনি। বৃহস্পতিবার বেশ কয়েকদিন বিশ্রাম নেয়ার পর স্কুলে গিয়েছিল সে। আর সেখানেই মায়ের জন্য তৈরি করে কার্ডটি। আরাধ্যার এক বন্ধুর মা সাংবাদিকদের জানিয়েছেন, ছুটির সময় আরাধ্যাকে নিতে আসেন ঐশ্বরিয়া। তখনই মায়ের হাতে কার্ডটা তুলে দেয় সে। আর তাতেই নাকি সকলের সামনে চোখে জল এসে যায় নায়িকার।



মন্তব্য চালু নেই